32 C
Kolkata
Friday, April 26, 2024
বিশ্ব বাংলা নিউজকলকাতারাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল

রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল

নিউজ ডেস্ক, কোলকাতাঃ রাত পোহালেই জানা যাবে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গত ১৫ মে, ২০২৩ টুইট করে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন-ক্ষণ জানিয়ে দিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামিকাল, ২৪ মে বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ উচ্চ মাধ্যমিক সংসদের ওয়েবসাইটে পরীক্ষার ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2023) শুরু হয়েছিল ১৪ মার্চ থেকে আর পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৫৭ দিনের মাথায় এবার পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর প্রায় ৮ লাখ ৬০ হাজার পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।

উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এর আগেই মে মাসের চতুর্থ সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Exam Result 2023) প্রকাশ করার কথা জানিয়েছিলেন। গত ১৫ মে, ২০২৩ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে জানান যে, ২৪ মে, ২০২৩ বুধবার দুপুর ১২টা নাগাদ ফল প্রকাশের আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক শুরু হবে। ওই সাংবাদিক বৈঠকের পরেই ১২টা ৩০ মিনিটের পর থেকে সংসদের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। আগামিকাল ফল প্রকাশের ঠিক এক সপ্তাহ পর ৩১ মে, বুধবার উচ্চ মাধ্যমিকের মার্কশিট আর শংসাপত্রের হার্ড কপি দেবে উচ্চ মাধ্যমিক সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com ও www.indiaresults.com -এই ওয়েবসাইটগুলিতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,600SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles