33 C
Kolkata
Wednesday, April 24, 2024
বিশ্ব বাংলা নিউজকলকাতাক্রিসমাসে চলবে বেশি মেট্রো, দেখুন প্রথম-শেষ ট্রেনের সময়

ক্রিসমাসে চলবে বেশি মেট্রো, দেখুন প্রথম-শেষ ট্রেনের সময়

ক্রিসমাস উপলক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর (রবিবার) বেশিক্ষণ চলবে কলকাতা মেট্রো। এমনিতে নর্থ-সাউথ করিডরে রবিবার যে সময় থেকে মেট্রো পরিষেবা, তার আগে থেকেই ২৫ ডিসেম্বর মেট্রো ছুটবে। রাতেও বেশিক্ষণ চলবে মেট্রো। 

ক্রিসমাসে প্রথম মেট্রোর সময়

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)। 
  • দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
  • দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫৫ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা (সকাল ৯ টার পরিবর্তে)।

ক্রিসমাসে শেষ মেট্রোর সময়

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৩৮ মিনিট (রাত ৯ টা ২৮ মিনিটের পরিবর্তে)।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৪০ মিনিট (রাত ৯ টা ২৭ মিনিটের পরিবর্তে)।
  • দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট (রাত ৯ টা ৪০ মিনিটের পরিবর্তে)।
  • কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট (রাত ৯ টা ৪০ মিনিটের পরিবর্তে)।

সেইসঙ্গে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, দুপুর ১ টা ২০ মিনিট থেকে রাত ৯ টা ২০ মিনিট পর্যন্ত আট মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানানো হয়েছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,600SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles