27 C
Kolkata
Friday, September 22, 2023
বিশ্ব বাংলা নিউজবিনোদন‘হাড্ডি’, লাল শাড়ি-টিপে অনন্যা নওয়াজউদ্দিন

‘হাড্ডি’, লাল শাড়ি-টিপে অনন্যা নওয়াজউদ্দিন

‘হাড্ডি’ সিনেমর নতুন একটি ছবি শেয়ার করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। নতুন রূপে নতুন সাজে আরও একটি ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। এই ছবিতে অভিনেতাকে একজন রূপান্তরকামীর চরিত্রে দেখা যেতে চলেছে। অনেকেই তাঁর এই নতুন লুকের ছবিতে নিজেদের মতামত জানিয়েছেন। আগামী বছর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।

ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে নওয়াজউদ্দিন ক্যাপশনে লেখেন, ‘তোমার চোখেই আমি ধরা পড়ে গিয়েছি। আমি বাঁচতে চাই না, তবুও বেঁচে আছি।’ তিনি এই পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যার মধ্যে আছে লাভ, হ্যাপিনেস, ইমোশন, ইত্যাদি। তাঁর এই পোস্টে শারিব হাশমি, দর্শন কুমার প্রমুখ লাল রঙের হৃদয়ের ইমোজি কমেন্ট করেছেন।

এই ছবিটির পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা। চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং এবং অদম্য ভল্লা। 

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,867FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles