নিজস্ব প্রতিনিধি,মালদা,(৩০মে১৯): বৃহস্পতিবার প্রতিদিনে মতো যান চলাচল সাভাবিক ছিল। এর ই মাঝে ঘটে যায় ভয়াবহ পথ দুর্ঘটনা।এদিন হঠাৎ সকালে প্রায় ৮ টা নাগাদ একটি বেসরকারি বাস নালাগোলা থেকে মালদা মুখি যাবার পথে একটি লড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে।সেই মুহূর্তে বাসটিতে প্রায় ৩০ সাথে ৪০ জন যাত্রী ছিলো বলে জানা যায়।এর পাশাপাশি বেসরকারি বাসে থাকা যাত্রী বাস থেকে বেরাতে না পারায় স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করতে শুরু করে।খবর দেওয়া হয় হবিবপুর থানায়। ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ। তরিঘরি আশঙ্কা জনক অবস্থায় তাদের বুলবুলচন্ডীর গ্রামীন হসপিটালের পাঠানো হয়। সেখানে কিছু যাত্রীদের শরীরের অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসা জন্য পাঠানো হয়। জানা যায় এই ঘটনায় আশঙ্কাজনক আবস্থা রয়েছে প্রায় ৭থেকে ৮ জন। কারো মাথায়, কারো পায় সহ বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চ্যাঞ্চল।
অর্পিতা সিনহা,বাঁকুড়া(১২ ডিসেম্বর ): কলকাতা থেকে ১২৫৫ কিলোমিটার দূরে অবস্থিত অদ্ভুত শান্ত দ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ । বঙ্গোপসাগরের নিকটবর্তী এই… Read More
অর্পিতা সিনহা,বাঁকুড়া(১১ ডিসেম্বর ): বন্ধুত্ব এই কথাটি বলতে গেলে প্রথমেই বলতে হয় ওয়াল্টার উইনচেলের বিখ্যাত উক্তির কথা।তিনি বলেছেন প্রকৃত বন্ধু… Read More
সঞ্চিতা সিনহা (১১ ডিসেম্বর ): পূর্ব গগনে সূর্যের আলো ধীরে ধীরে ফুটে উঠল। উত্তর দিক থেকে হিমগর্ভ ঠান্ডা বাতাস এসে… Read More
হীরক মুখোপাধ্যায় (১০ ডিসেম্বর '১৯):- "সংশোধনাগার সমূহের নির্দেশক ১৪ ডিসেম্বরের মধ্যে আমাদের ১০ টা নতুন ফাঁসির দড়ি তৈরী করে দেওয়ার… Read More
হীরক মুখোপাধ্যায় (৯ ডিসেম্বর '১৯):- বিশ্বের নবীনতম প্রধানমন্ত্রী রূপে আগামীকাল শপথ নিতে চলেছেন সানা মারিন (৩৪)। এতদিন পর্যন্ত বিশ্বের নবীনতম… Read More
হীরক মুখোপাধ্যায় (৭ ডিসেম্বর '১৯):- নিজের অক্জিলারি নার্স মিডওয়াইফ(আর)-এর চাকরি সংক্রান্ত বিষয়ে সরকারের মুখাপেক্ষী থাকতে থাকতে অবশেষে এক সড়ক দুর্ঘটনায়… Read More