সৌগত মন্ডল, বীরভূম(১২/১০/১৮): এদিন রামপুরহাট স্টেশন থেকে সাঁইথিয়া গামী একটি লোকাল ট্রেন তারাপীঠ স্টেশন ঢুকে। ঠিক সেই সময় মহিলা কামরার ব্রেক শো থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। সেই দেখেই ট্রেনের সকল যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়ে। পেছনে ইন্টারসিটি এক্সপ্রেস আসছিলো এবং ট্রেনটিকে দাঁড় করিয়ে কিছু জন যাত্রী কে ওই ট্রেনে চাপানো হয় এবং অন্য একটি লোকাল ট্রেনে বাকি যাত্রীদের চাপানো হয়। ট্রেনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারাপীঠ স্টেশন মাস্টার ও ট্রেনের চালককে আমাদের প্রতিনিধি এই বিষয়ে জানতে চাইলে তারা মুখ খোলেননি।